BIG BREAKING: মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু!

মন্ত্রিত্ব ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে গত কয়েক মাস ধরে যে জল্পনা, তৃণমূলের অন্দরে যে আলোচনা, সব কিছুরই কার্যত ইতি ঘটিয়ে শুভেন্দু বুঝিয়ে দিলেন, দলের সঙ্গে তাঁর বিচ্ছেদ প্রায় নিশ্চিত।

শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পরিবহণ, সেচ ও জল সম্পদ উন্নয়নমন্ত্রী থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক।

কয়েক মাস ধরেই শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়। যা চরম চেহারা নেয় গত ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ দিবসের কর্মসূচিতে। সেখানে রাজনীতির লড়াইয়ে দেখা হবে বলে স্পষ্ট দলকে বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যে দল ছাড়তে চান তাও বুঝিয়ে দিয়েছিলেন। তার আগে এবং পরে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেন। যদিও কাঁথির বাড়িতে গিয়ে পিকে দেখা পাননি শুভেন্দুর। কিন্তু এরপরই তৃণমূল সাংসদ সৌগত রায় ১৬ নভেম্বর কথা বলেন শুভেন্দুর সঙ্গে। সৌগত রায়ের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি।

এরপর ২৩ নভেম্বর ফের মিটিং হয় শুভেন্দু অধিকারী ও সৌগত রায়ের। সেই মিটিংয়েও কোনও রফাসূত্র মেলেনি। গলেনি বরফ। এরপর আচমকা এদিন রাজ্যের মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।

Comments are closed.