বিহার: EXIT POLL এ পিছিয়ে নীতীশ-বিজেপি! এগিয়ে তেজস্বীর মহাজোট, কে কত আসন পেতে পারে দেখে নিন

তিন পর্বের ভোট শেষে এবার বিহারে ফলের অপেক্ষা। শনিবার শেষ দফার ভোট শেষ হতেই হাজির একের পর এক সংস্থা ও সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা। বেশিরভাগ সমীক্ষাই তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগটবন্ধনকে এগিয়ে রেখেছে। আসন টলোমলো নীতীশ কুমারের।

বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় মেলে না। তাই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। যদিও ভোটের প্রবণতা বুঝতে একজিট পোলের উপর নির্ভর করেন অনেকে।

বিহারে মোট আসন ২৪৩ টি এবং ম্যাজিক ফিগার ১২২। আসুন দেখে নেওয়া যাক, একজিট পোলে কারা কত আসন পাচ্ছে।

 

ABP News-C Voter এর বুথ ফেরত সমীক্ষা: এনডিএ- ১০৪-১২৮

মহাগটবন্ধন- ১০৮-১৩১

এলজেপি- ১-৩

 

 

Times Now-C Voter এর বুথ ফেরত সমীক্ষা-

এনডিএ- ১১৬

মহাগটবন্ধন- ১২০

এলজেপি- ১

 

রিপাবলিক টিভি-জন কি বাত বুথ ফেরত সমীক্ষা-

এনডিএ- ৯১-১১৭

মহাজোট- ১১৮-১৩৮

এলজেপি- ৫-৮

অন্যান্য- ৩-৬

 

নিউজ এক্স-ডিভি রিসার্চের সমীক্ষা-

এনডিএ- ১১০-১১৭

মহাগটবন্ধন- ১০৮-১২৩

এলজেপি- ৪-১০

অন্যান্য- ৮-২৩

 

টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা-

এনডিএ- ৫৫ (১১ আসন কমবেশি)

মহাগটবন্ধন- ১৮০ (১১ আসন কমবেশি)

অন্যান্য- ৮ (৪ আসন কমবেশি)

 

ইন্ডিয়া টুডে-মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা-

এনডিএ- ৬৯-৯১

মহাগটবন্ধন- ১৩৯-১৬১

এলজেপি- ৩-৫

অন্যান্য- ৩-৫

Comments are closed.