দিল্লি যাত্রা বিপ্লব দেবের, তৃণমূলের ধাক্কায় বেসামাল BJP, কটাক্ষ কুণাল ঘোষের

ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপের মধ্যেই দিল্লি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লব দেব। বুধবার বিকেলের বিমানেই দিল্লি যাচ্ছেন তিনি। এই নিয়ে টুইটে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। দীর্ঘদিন ধরে চলতে থাকা সুদীপ বর্মণের সঙ্গে বিপ্লব দেবের সম্পর্ক প্রকাশ্যে এনে তিনি লিখেছেন, এদিকে সুদীপ বর্মণ গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন। জিতবেন কে? ঘর সামলাক বিজেপি। তাসের ঘরের মত ভাঙবে। সন্ত্রাস আর মিথ্যে মামলা দিয়ে এবার তৃণমূলকে ঠেকানো যাবে না। দিল্লিতে বিপ্লব দেবকে তলব করা হয়েছে বলে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

কয়েকদিন ধরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপের মধ্যে বিপ্লব দেবের দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ত্রিপুরা রাজনৈতিক মহল। অন্যদিকে সুদীপ বর্মণের সঙ্গে বিপ্লব দেবের টানাপোড়েনকে আমল দিতে চাইছে না ত্রিপুরার বিজেপি। তাঁদের কথায় বিপ্লব দেবের সঙ্গে সুদীপ বর্মণের আভ্যন্তরীণ সম্পর্ক বেশ ভালোই আছে। এই দুজনের সাহায্যেই ভবিষ্যতে বিজেপি নেতৃত্ব এগিয়ে যাবে ত্রিপুরায় বলে দাবি করেছে ত্রিপুরার বিজেপি নেতা সুশান্ত চৌধুরী। ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল বলে দাবি এই বিজেপি নেতার।

লোকসভা ভোটের পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সুদীপ বর্মনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়।

Comments are closed.