কাঁথি পুরভোট নিয়ে হাইকোর্টে ধাক্কা বিজেপির, নির্ধারিত দিনেই ভোট গণনা 

কাঁথি পুরভোটে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। এই অভিযোগে ভোট গণনায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু মামলা শোনামাত্রই তা খারিজ করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আদালত জানায়, বুধবারই ভোট গণনা হবে। একই সঙ্গে কমিশনকে এদিন বেশ কিছু নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মামলার শুনানিতে বিজেপির আইনজীবী অভিযোগ করেন,  কাঁথি পুরভোটে ৯৭ টি সিসিটিভি-র মধ্যে ৯১ টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নির্বিচারে ভোট লুঠ হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র ফুটেজ যাচাই করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআইকে এই কাজের দায়িত্ব দিতে হবে। 

বিজেপির অভিযোগের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চায় আদালত। কমিশনের আইনজীবী এদিন জানিয়েছেন, বিজেপি যে অভিযোগগুলি এনেছে সিসিটিভি নিয়ে, তা আগে কমিশনকে জানানো হয়নি। সিসিটিভি পরীক্ষার জন্য সময় লাগবে। তারপর অডিটের প্রশ্ন। 

কমিশনের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, বিজেপির অভিযোগের ভিত্তিতে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে তা আদালতকে জানাতে হবে। কমিশনের পদক্ষেপ আদালতে হলফনামা আকারে জানাতে হবে।  

Comments are closed.