স্কুল খোলার দাবিতে রাস্তায় নামলেন বিজেপি বিধায়করা

রাজ্যে স্কুল খোলার দাবিতে রাস্তায় নামলেন বিজেপি বিধায়করা। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখান বিজেপির তিন বিধায়ক।

বিজেপি বিধায়ক শংকর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চ্যাটার্জি। এদিন শংকরবাবু বলেন, শিলিগুড়ি শহরে শপিং মল, পানশালা সবই খোলা। কিন্তু শুধু বন্ধ স্কুল। ২ বছর ধরে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে না। এতে তারা পিছিয়ে পড়ছে। অন্যদিকে শিলিগুড়ির অভিভাবকদের একাংশ এই দাবি জানিয়েছে। অভিভাবকদের দাবি, অনলাইনে পঠনপাঠন চললেও ক্লাসরুমের মতন তা নয়। শিক্ষকদের সঙ্গে তাদের সাক্ষাৎ হচ্ছে না। মদের দোকান, পানশালা সব খুলে দেওয়া হলে স্কুল খোলা হবে না কেন।

সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, রাজ্য সরকার স্কুল খোলার পক্ষে। তবে সব দিক খতিয়ে দেখে স্কুল খুলতে হবে। ধাপে ধাপে বিভিন্ন শ্রেণিতে চালু হতে পারে পঠনপাঠন।

Comments are closed.