দিলীপ ঘোষ: বাংলার উন্নয়নে বাঙালিদের চেয়ে অবাঙালিদের অবদান বেশি!

বাংলায় এতদিনে যা উন্নয়ন হয়েছে তাতে বাঙালিদের থেকে অবাঙালিদের অবদান বেশি। বললেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের। 

বুধবার দিলীপ ঘোষ হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে আগাগোড়া হিন্দিতে ভাষণ দেন তিনি। এক জায়গায় দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ আমল থেকে রোজগারের জন্য বাইরে থেকে বাংলায় মানুষ আসছেন। গঙ্গার দুই ধারে একের পর এক জুটমিলে কারা শ্রমিক হয়ে এসেছিলেন? প্রশ্ন করেন দিলীপ। তারপর বলেন, বাংলার যা উন্নয়ন হয়েছে তাতে বাংলার লকেদের চেয়ে বাংলার বাইরের লোকেদের যোগদান বেশি। 

বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে ইতিমধ্যেই সুর সপ্তমে তুলেছে তৃণমূল। দিলীপ ঘোষের মন্তব্য তাকেই আরও উস্কে দিল বলেই মনে করছেন তৃণমূল নেতারা। দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা করেছে বাম ও কংগ্রেস। 

এই প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জির খোঁচা, দিলীপবাবু সুস্থ আছেন তো? বাংলা দখলের নাড়া দিয়ে তো দেখছি উনি বাঙালিকেই অপমান করছেন! রাজ্যের মানুষ নিশ্চিত এর জবাব দেবেন। 

Comments are closed.