দল বিরোধী কার্যকলাপে দুই নেতাকে বহিষ্কার করল বিজেপি, লাস্ট ওয়ার্নিং আরও এক নেতাকে

দল বিরোধী কার্যকলাপের জন্য কড়া পদক্ষেপ বিজেপির। বহিষ্কার করা হয়েছে মালদার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্রকে। এছাড়াও নিতাই মণ্ডল নামে আরও এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিধায়কের ওপর হামলার ঘটনায় তিনি এখন জেলে আছেন।

এছাড়া দল বিরোধী কাজের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলির বিজেপি নেতা সুবীর নাগকে।

এর আগেও সুবীর নাগের বিরুদ্ধে অভিযোগ ছিল। চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে কর্মী বিক্ষোভে তার মদত দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। তখন তাঁকে শোকজ নোটিশ পাঠায় বিজেপি। চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠকে লকেট চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে যান দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সময় এক দল বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে বিজেপি।

Comments are closed.