৩১ জানুয়ারি শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা, স্টলের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হল

৪৬ তম কলকাতা বইমেলা শুরু হবে সামনের বছর ৩১ জানুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলায় স্টলের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।

ফেসবুকে একটি পোস্ট করেছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড।

সেখানে লেখা হয়েছে, প্রকাশক, পুস্তক বিক্রেতা ও লিটল ম্যাগাজিন অংশগ্রহণের জন্য নিজস্ব লেটারহেডে দরখাস্ত করতে পারেন। সঙ্গে দিতে হবে নাম ও ঠিকানা। স্টলের মাপ / টেবিল, ২০২২ এর মেলায় প্রাপ্ত স্টলের মাপ। প্রয়োজনীয় লাইসেন্স / রেজিস্ট্রেশন এর ফটোকপি, পুস্তকতালিকা / পত্রিকার সাম্প্রতিক সংখ্যা, মেলার সকল নিয়মবিধি মেনে চলার সম্মতি পত্র।

চলতি বছরের আগামী ১৮ নভেম্বর পর্যন্ত স্টলের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে যোগাযোগ করার জন্য পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড নিজেদের নম্বর ও মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এবারও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে। কোভিড আতঙ্ক কাটিয়ে গত বছরের পর এই বছর ফের অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।

Comments are closed.