বন্যার আশঙ্কা, স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

খারাপ আবহাওয়ার জের। স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ছিল মুখ্যমন্ত্ৰীর প্রথম উত্তরবঙ্গ সফর।

গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে চলছে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বৃষ্টিপাত চলছে। বোঝার উপর শাঁকের আঁটি হিসেবে যোগ হয়েছে গত ২৪ ঘণ্টার লাগাতার বৃষ্টি। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি। এর জেরেই আপাতত স্থগিত রাখা হয়েছে মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফর।

বৃহস্পতিবার শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, আবহাওয়া অত্যন্ত খারাপ, তাই আপাতত বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নবান্ন সূত্রে খবর, আবহাওয়া একটু ভাল হলেই উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.