জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের রাষ্ট্রপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন জমা পড়ল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার আইনজীবী এম এল শর্মা তাঁর হলফনামায় দাবি করেন, রাজ্যের বিধানসভায় কোনও আলোচনা ছাড়া ৩৭০ ধারা বিলোপ করার রাষ্ট্রপতির নির্দেশ ‘অনৈতিকভাবে’ রাজ্যসভায় পাশ করানো হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশ ও কেন্দ্রীয় সরকার, দু’জনকেই সংসদীয় নিয়ম মানতে হবে, এমনই দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশান দাখিল করেন আইনজীবী এম এল শর্মা। এই মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে বুধবারের মধ্যে এর শুনানির আবেদন করেছেন আইনজীবী।
সোমবার রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে কেন্দ্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরে বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। জম্মু ও কাশ্মীরকে ভেঙে একটি অংশ কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীর এবং অপর অংশটি কেন্দ্র শাসিত লাদাখে পরিণত করা হয়েছে। জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি, পাক-অধিকৃত জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেন অমিত শাহ। অন্যদিকে, বিরোধীরা দাবি করেন, অগণতান্ত্রিকভাবে সংবিধানের ৩৭০ এবং ৩৫(এ) ধারা প্রত্যাহার করেছে বিজেপি সরকার।
Comments