বগটুই কাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ভাদু ঘনিষ্ঠ  

রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম রিটন শেখ, পেশায় টোটো চালক। রিটনের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন রাতে তাঁকে পাম্প থেকে টোটোতে করে পেট্রোল নিয়ে যেতে দেখা গিয়েছে। পাম্পের সিসিটিভি ফুটেজেও তাঁকে দেখা গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। 

ধৃত রিটন শেখ এলাকায় নিহত পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের ঘিনষ্ঠ ছিল বলে খবর। ভাদু শেখ খুন হওয়ার পর গ্রামে যে নারকীয় হত্যালীলা চলে তাতে রিটন সরাসরি জড়িত বলে অনুমান সিবিআইয়ের। ঘটনার পর থেকেই রিটনকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু কোনও প্রমাণ না থাকায় এতদিন তিনি অধরাই ছিলেন। 

সিবিআইয় সূত্রে খবর, মুম্বাই থেকে তারা যে ৪ জনকে গ্রেফতার করেছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করে রিটনের নাম উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীরাও রিটনের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে বয়ান দিয়েছে। এবং সেই সঙ্গে পাম্পের সিসিটিভি ফুটেজ। সব মিলিয়ে বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে রিটন শেখকে গ্রেফতার করে সিবিআই। এই নিয়ে বগটুই হত্যাকাণ্ডে ৬ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

 

  

Comments are closed.