কুলটির ECL গেস্ট হাউসে নিয়ে যাওয়া হল অনুব্রতকে; অ্যারেস্ট মেমো’য় সই করানো হতে পারে 

কুলটির সাকতোড়িয়ার শীতলপুরে ECL এই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। সিবিআই সূত্রে খবর, সেখানে তাঁকে  অ্যারেস্ট মেমো’য় সই করানো হতে পারে। জানা গিয়েছে, এরপর অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে আজই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত তোলা হবে। 

গোরু পাচার মামলায় বৃহস্পতিবার নাটকীয় ভাবে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।এদিন সাত সকালেই তাঁর বাড়িতে সিবিআই হানা দেয়। প্রায় সাত থেকে আটটি গাড়ির কনভয় এবং শতাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অনুব্রতর বোলপুরে নীচুপট্টির বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের ১০ জন আধিকারিক। প্রায় ঘন্টা দেড়েক মতো অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে অসহযোগিতার অভিযোগে সিবিআই অনুব্রতকে আটক করে। তৃণমূল নেতার বাড়ির সামনে তখন  উপচে পড়েছে ভিড়। অনুব্রতর গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই গোটা বীরভূম জেলা তোলপাড়। 

সিবিআইয়ের এক সূত্রের দাবি, কুলটির সাকতোড়িয়ার শীতলপুরে ECL গেস্ট হাউসেও অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। স্বাস্থ্য পরীক্ষা শেষে সিবিআই ফের একবার জেরা শুরু করে নাকি আজই অনুব্রতকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে এখন সেটাই দেখার। 

Comments are closed.