মঙ্গলবার অভিষেক ব্যানার্জির ত্রিপুরা পৌঁছানোর কিছু আগেই কলকাতায় তাঁর বাড়ি ‘শান্তিনিকেতনে’ পৌঁছাল CBI-এর গোয়েন্দারা। কয়লা কাণ্ডে অভিষেক পত্নী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আর এই দুই ঘটনাকে কেন্দ্র করেই ফের একবার সরগরম রাজ্য রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অভিষেক ব্যানার্জি এবং তাঁর পরিবারকে এভাবে বিব্রত করা হচ্ছে।
ঘাসফুল শিবিরের ব্যাখ্যা, মঙ্গলবার উপনির্বাচনের প্রচারে আগরতলায় রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেকের। তৃণমূল সাংসদের উপস্থিতিতি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে ত্রিপুরার তৃণমূল কর্মীদের মধ্যে। সেই সঙ্গে বিজেপিও সেখানে তাদের রাজনৈতিক জমি হারাচ্ছে। সে কারণেই অভিষেক ব্যানার্জির সভার আগে তাঁর ওপরে চাপ সৃষ্টি করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে মোদী সরকার।
অন্যদিকে, বিজেপির দাবি, ইডি সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে তাদের কিছু বলার নেই। সেই সঙ্গে তৃণমূলকে কটাক্ষও করেছে পদ্ম শিবির। পাশাপাশি, সিবিআইয়ের তরফে জানানো হচ্ছে, মঙ্গলবারের জিজ্ঞাসাবাদের জন্য রুজিরা ব্যানার্জির কাছে আগাম সময় চাওয়া হয়েছিল। রুজিরাই মঙ্গলবার তদন্তকারীদের সময় দিয়েছেন। সেই মতো আজকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, কয়লা কাণ্ডে মঙ্গলবার বেলা ১১ টার কিছু পরে অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতনে পৌঁছান সিবিআই গোয়েন্দারা। দলে মহিলা অফিসারও রয়েছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। তাঁর বাড়িতে সিবিআইয়ের হাজির হওয়া নিয়ে ত্রিপুরা থেকে অভিষেক ব্যানার্জি কী মন্তব্য করেন এখন সেটাই দেখার।
Comments are closed.