মুখ্যসচিব বৈঠক বয়কট করেননি, বাংলার মানুষ বিজেপিকে বয়কট করেছে, রবিশঙ্কর প্রসাদকে জবাব চন্দ্রিমার

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ একেবারেই কাম্য নয়

কেন্দ্রীয় আইনমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করল তৃণমূল। কলাইকুণ্ডায় মুখ্যমন্ত্ৰীকে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যবহার। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ একেবারেই কাম্য নয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্ৰী চন্দ্রিমা ভট্টাচার্য।

তিনি আরও বলেন, কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন আলাপন ব্যানার্জি। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর বৈঠক ছেড়ে বেরিয়ে যাননি। মুখ্যসচিবকে যদি সেই কারণেই দিল্লিতে তলব করা হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক।

মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানোর বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের একটি মন্তব্য তুলে ধরেন চন্দ্রিমা। বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, মুখ্যসচিব প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ওয়াক আউট করেছেন। কোনও ওয়াকআউট হয়নি। বাংলাই ওদের ওয়াকআউট করেছে। বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে। কোভিড পরিস্থিতিতে এমন পদক্ষেপ ঠিক নয়। আইন নিয়ে খেলা করবেন না। আইপিএস বা আইএসএস অফিসারদের কোন আইনে নিয়ন্ত্রণ করা হয়, তা মুখ্যমন্ত্রী ভাল ভাবেই জানেন, বলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

সোমবার সকালে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি প্রশ্ন করেছেন, কলাইকুন্ডার বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই আলাপন ব্যানার্জিকে তলবের নেপথ্যে কি কলাইকুন্ডার বৈঠক?

Comments are closed.