নবান্নের সভাঘরে বিশিষ্ঠদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর; ২৬ জানুয়ারি ও ১৫ আগস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠানের ভাবনা রাজ্যের 

দেশের স্বাধীনতা উদযাপন নিয়ে একাধিক পরিকল্পনা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই উদ্দেশ্যে নবান্নের সভাঘরে সমাজের বেশ কিছু বিশিষ্ঠ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বৈঠক একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২৬ জানুয়ারি এবং ১৫ আগস্ট স্বাধীনতা নিয়ে বিশেষ অনুষ্ঠান করবে রাজ্য সরকার। 

এছাড়াও মমতা ব্যানার্জি জানান, আগামী বছর থেকে রেড রোডে বিশ্ব সঙ্গীত মেলা আয়োজিত হবে। বাংলার সংগীতের বৈচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উদ্যোগ। এই বিষয়ে সংগীতশিল্পী অজয় চক্ৰৱৰ্তীর পরামর্শ চান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নেতাজির জন্মদিন উপলক্ষ্যে শ্যামবাজার থেকে নেতাজি জয়তু নাম একটি পদযাত্রার কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি ১৫ আগস্ট থেকে ৭ দিন স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ-এ একাধিক অনুষ্ঠানের কথা জানান। বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের সব তথ্য ডিজিটালাইজ করে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও পলাশীর যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, ইতিহাসের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাকে বিস্তারিতভাবে পাঠ্যপুস্তকে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা, এই কাজের সময় খেয়াল রাখতে হবে ইতিহাস যেন কোনওভাবে বিকৃত না হয়।  

এদিন মহারাষ্ট্র সদনের বৈঠক শেষেই নবান্নের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিশিষ্ঠ নাগরিকদের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন কলকাতার নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা। 

Comments are closed.