২০২২ ফেব্রুয়ারি মাসে রাজ্যে শিল্প সম্মলেন। তার আগে ডিসেম্বরে রাজ্যে বিনিয়োগ আনতে তিন দিনের জন্য মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, দেশের বাণিজ্য রাজধানীতে ৩ দিন থেকে বেশ কয়েকজন শিল্পপতির সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। অনেকের মতে, শিল্প সম্মেলনের আগে মুখ্যমন্ত্রীর এই মুম্বই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপতিদের পাশাপাশি এনসিপি নেতা শরদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও তিনি দেখা করতে পারেন।
তৃতীয় বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, তাঁর সরকারের প্রধান লক্ষ্য জনকল্যাণ মূলক কাজের পাশাপাশি শিল্পেও পশ্চিবঙ্গকে শীর্ষে স্থানে নিয়ে যাওয়া। সেই মতো বেশ কিছু উদ্যোগও নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকগুলোতে শিল্পপতিদের সঙ্গেও আলোচনা করছেন তিনি। সরাসরি তাঁদের সুবিধের অসুবিধার কথা জানতে চাইছেন। একই সঙ্গে শিল্প নীতিতেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করছে রাজ্য সরকার। একই জায়গায় থেকে যাতে বিনিয়োগ সংক্রান্ত সবরকম সুবিধা পান উদ্যোগপতিরা, তার জন্য চালু হয়েছে ‘সিঙ্গেল ইউন্ডো।’ মুখ্যমন্ত্রী নেতৃত্বে একটি উচ্চ্ পর্যায়ের কমিটিও তৈরি হয়েছে।
উল্লেখ্য, মুম্বই সফরের আগে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বকেয়া দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি প্রশাসনিক মহলে জল্পনা, বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিষয়টিও প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে উঠে আসতে পারে।
Comments are closed.