পাহাড় সফরেই পুজোর গান তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পাহাড় সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই পাহাড় সফর থেকেই পুজোর গান রেকর্ড করালেন তিনি। জানা গিয়েছে, এবারের পুজোয় আটটি গান তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পাহাড় সফরে রয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

গতবছরও পুজোর গান তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের লেখা ও সুর দিয়ে গান বেধেঁছিলেন তিনি। মহালয়ায় নজরুল মঞ্চে ‘জননী’ নামে ওই গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। মুখ্যমন্ত্রীর লেখা আটটি গান ছিল ওই অ্যালবামে। ওই অ্যালবামের মূল ছিল থিম নারী শক্তি। জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশিত করার সময় সেই মঞ্চেই নিজের গান গেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর সঙ্গে গান গেয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়। সূত্রের খবর এবারেও আটটি গান তৈরি করেছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এই বছর বাংল্লার দুর্গাপুজো বিশেষ স্বীকৃতি পেয়েছে। ইউনেস্কো বাংলার দূর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এই বছর পুজো অক্টোবর মাসে হলেও, উৎসব শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকেই। আর তাই দার্জিলিং থেকেই পুজোর গান তৈরি করলেন মমতা ব্যানার্জি। পাহাড়ে গিয়ে এইবার রোজই জন সংযোগ সারছেন মুখ্যমন্ত্রী। কখনও শিশু কোলে দেখা যাচ্ছে আবার কখনও মোমো বানাতে দেখা যাচ্ছে তাঁকে। এসবের মধ্যেও পুজো সংখ্যার একাধিক গান তিনি রেকর্ড করেছেন তিনি বলে জানা যাচ্ছে।

এর আগেও তিনি ব‌ই লিখেছেন, কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, গান লিখেছেন, গানের সুরও দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে গানের ছন্দে গলা মেলাতেও দেখা গিয়েছে।

Comments are closed.