কলকাতা লিগ জয়ের পর মহামেডান ক্লাবের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানাবে মহামেডান ক্লাব। এইবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান ক্লাব। দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লিগ ঢুকেছে মহমেডান ক্লাবে। লিগ চ্যাম্পিয়নদের সম্বর্ধনা দেবে ক্লাব। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোচ ও ফুটবলারদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী।

তবে এই অনুষ্ঠান কবে হবে, তা এখনও জানা যায়নি। ক্লাবের পক্ষ থেকে জানা গেছে, যেদিন মুখ্যমন্ত্রী সময় দেবেন সেদিনই হবে এই অনুষ্ঠান।

সম্বর্ধনা অনুষ্ঠানে কলকাতা প্রিমিয়ার লিগে খেলা সমস্ত ক্লাবকেই আমন্ত্রণ জানানো হবে বলেই জানিয়েছেন ক্লাব কর্তারা। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ফুটবলারদের আরও উজ্জীবিত করবে বলেই মত তাঁর।

উল্লেখ্য, ৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। গত বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারায় সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে একমাত্র গোল করেন মার্কাস। এই জয়ের পর দ্বাদশবারের জন্য কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান। এর আগে ১৯৮১ সালে কলকাতা লিগ জিতেছিল মহামেডান ক্লাব। ৪০ বছর পর ট্রফি নিজেদের তাঁবুতে নিয়ে আসেন মহামেডান। এবার প্রস্তুতি সম্বর্ধনা অনুষ্ঠানের।

Comments are closed.