‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে নিজের কেন্দ্রে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

এবার নিজের বিধানসভা কেন্দ্র থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুরের দুইবারের বিধায়ক মমতা ব্যানার্জি। ২ জানুয়ারি নজরুল মঞ্চ থেকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু করেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেতা কর্মীদের জন্য চালু হয় এই কর্মসূচি। মঙ্গলবার ভবানীপুর বিধানসভার ৭২ নম্বর ওয়ার্ডের লেডিস পার্কে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায় সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এই বৈঠক থেকে জানানো হয়, সময় সুযোগ বুঝে দিদি নিজে এই কর্মসূচিতে অংশ নেবেন। নজরুল মঞ্চে কর্মসূচি ঘোষণার দিনই দিদি জানিয়েছিলেন, এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। ফিরহাদ হাকিম বলেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত বলে একটি অংশ রয়েছে। সেই দিদির দূত হচ্ছি আমরা। দিদির দূত হয়ে কাজ করে যাবো আমরা।

উল্লেখ্য, ২ জানুয়ারি দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালু হয়। ১১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে চলতে থাকা এই কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। ৬০ দিন ধরে চলবে এই কর্মসূচি। ২ কোটি পরিবারের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে কর্মসূচিতে। প্রায় সাড়ে তিন লক্ষ তৃণমূল নেতা কর্মীদের এই কর্মসূচিতে সামিল হতে বলা হয়েছে।   রাজ্যের ১৫টি প্রকল্প তাঁরা পাচ্ছেন কিনা তা দেখবেন দিদির দূতরা। দিদির দূত নামে একটি অ্যাপও তৈরি করা হয়েছে।

Comments are closed.