তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বীজপুর, রাস্তায় ফেলে মারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিযোগের তির বিজেপির দিকে

ষষ্ঠ দফার ভোটে অশান্তির ছবি ধরা পড়ল বীজপুর বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভাঙচুর করা হয় তৃণমূলের ক্যাম্প অফিস, ছিড়ে ফেলা হয় তৃণমূলের পতাকা, পোস্টার। অভিযোগের তির বিজেপির দিকে।

মুকুল রায়ের ছেলের কেন্দ্রে সকাল থেকেই দফায় দফায় গোলমাল শুরু হয়। পরে সেই সংঘর্ষই রণক্ষেত্রের আকার নেয়। শুধু ক্যাম্প অফিস ভাঙচুর নয়, তৃণমূলের কর্মী-সমর্থকদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। উল্টে তাদের অভিযোগ, প্রথমে তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল। তারই প্রতিবাদ করেছেন স্থানীয় মানুষ।

Comments are closed.