৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ! নবান্ন থেকে বড় ঘোষণা মমতা ব্যানার্জির

এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আগে এই স্কলারশিপ পেতে গেলে ৭৫ শতাংশ নম্বর পেতে হত। এককালীন ১২ থেকে ২৪ হাজার টাকা দেওয়া হয় এই স্কলারশিপে।

করোনা আবহে এইবছর মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসার পড়ুয়াদের। প্রতিটি পরীক্ষাতেই পাশের হার ছিল ১০০ শতাংশ। কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। নবান্ন থেকে ভার্চুয়ালি করা হয় সেই অনুষ্ঠান। অনুষ্ঠানে ১৭০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

টাকার অভাবে পড়ুয়াদের পড়াশুনা বন্ধ না হয়ে যাওয়ার কথা বলেন তৃণমূল নেত্রী। ঐক্যশ্রী প্রকল্প থেকে শুরু করে পড়াশুনার ক্ষেত্রে সরকার যেভাবে সাহায্য করে থাকে সেই বিষয়টি তুলে ধরেন তিনি। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন পড়ুয়াদের উদ্দেশ্যে করোনা আবহে সাধারণ মানুষকে সাহায্য করার বার্তা দেন মমতা ব্যানার্জি। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প গিয়ে ফর্ম ফিলাপে সাহায্য করতে বলেন পড়ুয়াদের।

Comments are closed.