কনস্টেবল পদে আবেদনের জন্য মিলবে আরও বেশি সময়; পুলিশের জন্য একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর 

রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য আরও বেশি বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। বুধবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগে কনস্টেবল পদে নিয়োগের জন্য বয়সের উর্ধ্বসীমা ছিল ২৭ বছর। এখন থেকে তা বাড়িয়ে ৩০ করা হয়েছে। পাশাপাশি পুজোর আগে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

বয়সের উর্ধসীমার পাশাপাশি কর্তব্যরত অবস্থায় মৃত্যুকালীন চাকরিতেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের কেউ চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং বয়সের সীমায় ছাড় পাবেন। সেই সঙ্গে সিভিক ভোলেন্টিয়ার্স, হোমগার্ড, সিভিল ডিফেন্স থেকে পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রেও বয়স বাড়ানো হয়েছে। পদোন্নতিতে বয়সের ঊর্ধ্বসীমা ২৭-থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে। 

ছাড়ের সাথে সাথে কলকাতা ও রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক ড্রাইভারদেরও বেতন বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন ১১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বেতন ১৩ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে। 

Comments are closed.