‘শান্তি ও সৌহার্দের বাতাবরণে জগৎজননীর আরাধনা নির্বিঘ্নে সম্পন্ন হল’, বিজয়ার শুভেচ্ছা জানাতে ঘরে ঘরে মমতার চিঠি

চিঠি দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দশমীর পর থেকে শুরু হয়েছে এই শুভেচ্ছা বার্তা পাঠানোর কাজ। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামাঙ্কিত চিঠি। সেই তালিকায় আছেন, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ছাড়াও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিজয়ার শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছেন, দুর্গাপুজো সম্পন্ন হল। বিশ্বব্যাপী অতিমারী মধ্যে সচেতন দায়িত্ব বোধের মাধ্যমে পালিত হল আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই সচেতনতা ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।

এরপরই তিনি লিখেছেন, এবার আসছে দীপাবলি ও শ্যামাপুজো। তার জন্য আগাম জানিয়ে রাখি শুভেচ্ছা ও শুভকামনা। শারদোৎসবের সব পর্বেই আমাদের একইরকম সংযম বজায় থাকবে। এই আশা ও বিশ্বাস রাখি।
সোশ্যাল মিডিয়ার যুগে মুখ্যমন্ত্রীর এই চিঠি দিয়ে শুভেচ্ছাবার্তা বেশ প্রশংসনীয়।

Comments are closed.