অসময়ে চলে গেলেন! অভিনেতা অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

মাত্র ৫৭ বছর বয়েসে চলে গেলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জি। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া টালিগঞ্জ সিনেমা পাড়ায়। বৃহস্পতিবার শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইটে তিনি লেখেন, অভিষেকের অকালমৃত্যুতে আমি শোকস্তব্ধ। খুবই অসময়ে চলে গেলেন। অভিষেক খুবই প্রতিভাবান অভিনেতা ছিলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে নানান চরিত্রে অভিনয় করেছেন। ট্যুইটে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ওঁর মৃত্যুতে বাংলা সিরিয়াল এবং ছবির জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। 

বৃহস্পতিবার সকালেই নিজের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন অভিষেক। বুধবার একটি রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বাড়িতে আনা হয়। অভিনেতার মৃত্যুর গোটা ষ্টুডিওপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিষেকের অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। একটা দীর্ঘ সময় ধরে বাংলা ছবির প্রথমসারির অভিনেতা ছিলেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে নায়কের ভূমিকায় একাধিক সফল ছবি উপহার দিয়েছেন। গ্রামবাংলার একটি বড় অংশের দর্শকের কাছে এখনও বাংলা ছবির নায়ক বলতে অভিষেক চ্যাটার্জির নাম ভেসে ওঠে। শেষ পাওয়া খবর অনুযায়ী, টলিপাড়ার একাধিক অভিনেতা অভিষেক চ্যাটার্জির গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছেছেন। জানা গিয়েছে, এদিন দুপুর দুটোও অভিনেতার মরদেহ টেকনিশিয়ান ষ্টুডিও আনা হবে।    

Comments are closed.