কয়লা কাণ্ড: CID এর জালে লালা ঘনিষ্ঠ রণধীর সিংহ

কয়লাকাণ্ডে গ্রেফতার। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ রণধীর সিংহকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার রাতে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় রণধীরকে। শনিবার তাঁকে আসানসোল আদালতে তোলা হবে।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, বেআইনি কয়লা পাচার কাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রণধীর। কয়লা ‘সিন্ডিকেট’ অন্যতম মূল চক্রী ছিল সে। অনুপ মাঝি ওরফে লালার নির্দেশমত চলত রণধীর। বিভিন্ন রাজ্যে কয়লা পাচার করা হত লালার নির্দেশেই। সিআইডি সূত্রে জানা গিয়েছে, রণধীর লালা ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে লালার হদিশ পাওয়া যেতে পারে। সিবিআই বহুবার তলব করেছে লালাকে। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গেছে লালা।

[আরও পড়ুন- দিদির পায়ে বরফ বদলে দিল ভাগ্য! লটারিতে পুরস্কার নন্দীগ্রামের মিষ্টির দোকানি নিমাই মাইতির]

কয়লাকাণ্ডে যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকেও তলব করা হয়েছিল। তিনিও হাজিরা এড়িয়ে গেছেন। অভিষেক ব্যানার্জির পত্নী রুজিরা ব্যানার্জিকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। রুজিরার বাড়ি শান্তিনিকেতনে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট তাঁকে জেরা করে সিবিআই। শুক্রবার কয়লাকাণ্ডে রুজিরার বোন মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরা ও শ্বশুরকে তলব করেছে সিবিআই। ১৫ মার্চ তাঁদের হাজিরা দিতে হবে।

Comments are closed.