কোভিড সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

কোভিড সংক্রমিত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি। গত দুদিন ধরেই জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন সৌরভ। সোমবার রাতে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক। তবে এখন সৌরভের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

বিগত কয়েকদিনে বিদেশ যাত্রা করেছেন সৌরভ। পাশাপাশি দেশের অন্য জায়গাতেও ঘুরেছেন। চলতি বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। এরপর ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট। আবার তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বুকে স্টেন বসানো হয়। সেইসময় তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল। কয়েকদিন আগে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি কোভিড সংক্রমিত হন। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে আইসোলেশনে ছিলেন সৌরভ। স্নেহাশিসকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গাঙ্গুলি কোভিড সংক্রমিত হন। তাঁকেও সেই সময় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

অন্যদিকে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। মহারাষ্ট্রে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১৬৭।

Comments are closed.