রবিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা হতে শুরু করেছে। জগদ্ধাত্রী পুজো ও ছট পুজোয় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
রবিবার সকালে এর অবস্থান ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। পোর্ট ব্লেয়ার থেকে ৬০০ কিমি পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৮০০ কিমি দূরে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় মান্থায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এর অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় হবে।
২৮ অক্টোবর সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। অন্ধ্রের উপকূলে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনম-এর মধ্যবর্তী জায়গায়, মূলত কাঁকিনাড়ার কাছাকাছি জায়গায় ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাত্রিতে ল্যান্ডফল হতে পারে। সেই সময়ে বাতাসের গতিবেগ ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে।

Comments are closed.