Delhi Election 2020: বেলা বারোটায় ৫৮ আসনে এগিয়ে আপ, বিজেপি ১২ আসনে, কংগ্রেসের হাত খালি

আসন সংখ্যা বদলালেও দিল্লির ক্ষমতায় আসা আটকাচ্ছে না আপের। বেলা বারোটার প্রবণতা অনুযায়ী দিল্লির ৭০ আসনের মধ্যে ৫৮ টি আসনে এগিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি এগিয়ে ১২ টি আসনে। কংগ্রেস শূন্য।

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী আম আদমি পার্টি ৫৩ শতাংশের বেশি ভোট পাচ্ছে। অন্যদিকে বিজেপি ৩৯ শতাংশ ভোট পাচ্ছে।

২০১৫ সালে আপ একাই ৬৭ টি আসন পেয়েছিল। বিজেপি পেয়েছিল মাত্র ৩ টি। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে রাজধানীর ৭ টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। বেশ কয়েকটি আসনে জামানত খুইয়েছিলেন আম আদমি পার্টির আতিশি, রাঘব চাড্ডারা। তবে কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোটে দুরন্ত বাউন্স ব্যাক করল কেজরিওয়ালের আপ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পটপড়গঞ্জে বিজেপি প্রার্থীর তুলনায় সামান্য ভোটে পিছিয়ে পড়েছেন আম আদমি পার্টির মণীশ সিসোদিয়া। তবে কালকাজি কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন আতিশি। শাহিনবাগ যে এলাকায় পড়ে তা ওখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেই কেন্দ্রে আপ প্রার্থী আমানতুল্লা খান এগিয়ে আছেন। অন্যদিকে হরিনগর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বিজেপির তেজিন্দর পাল সিংহ বাগ্গা।

Comments are closed.