বৃষ্টির আশঙ্কা নিয়ে কাটল এবছরের পুজো। নবমীর বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যেই চলছে পুজো দেখা।
পুজো দেখার মধ্যেই কলকাতায় আইন ভাঙার অভিযোগে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন কারণে আইন ভাঙার জন্য ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ মোট ৬২৮৪টি কেস করেছে। এর মধ্যে বাইকে তিন জন যাত্রী থাকার জন্যে মোট ১২৪০টি, হেলমেট না থাকার জন্য মোট ৩২৩১টি, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৫৬৮টি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৫০৪টি এবং অন্যান্য মোট ৭৪১টি কেস নথিভুক্ত করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দশমী ও একাদশীর দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Comments are closed.