লক্ষীর ভাণ্ডার নিয়ে দিলীপ ঘোষের ‘ভিখারি’ মন্তব্য, পুলিশের দ্বারস্থ মহিলা

৫০০ টাকার জন্য সাধারণ মানুষকে ভিখারির মতো লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এমনই মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যের জন্য পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা।

বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন হাওড়ার সালকিয়ার বাসিন্দা টুসু হাজরা। তিনি বুধবার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষ সেইসব মহিলাদের অপমান করেছেন। তিনি পুলিশের কাছে দিলীপ ঘোষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন।

উল্লেখ্য, দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভাণ্ডার কাউন্টারে কর্ম নেওয়ার জন্য হাজার হাজার মহিলা লাইনে দাঁড়াচ্ছেন। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, ৫০০ টাকার জন্য ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহিলারা লাইনে দাঁড়িয়ে আছেন। মানুষকে ভিখারি বানিয়ে রাস্তায় দাঁড় করানো হচ্ছে।

Comments are closed.