লাগাতার বৃষ্টির দাপট, জাতীয় সড়কে ধসের জেরে বন্ধ হল টয়ট্রেন পরিষেবা 

দাপট দেখাচ্ছে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যার জেরে এবার শিলিগুড়ি টু দার্জিলিং টয়ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালেই টয়ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই মন খারাপ পর্যটকদের। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টয়ট্রেন ছাড়ে। কিন্তু শিলিগুড়ি জংশনে আসার আগেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, ট্রয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে ৫৫ জাতীয় সড়কে ধস নেমেছে। এমনকী দার্জিলিং যাওয়ার পথেও বেশ কিছু জায়গায় ধস নেমেছে। যার ফলে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার মধ্যেই টয়ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা অসুবিধায়ও পড়েছেন পর্যটকেরা। 

যদিও উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, শুধুমাত্র শিলিগুড়ি থেকে দার্জিলিং রুটে টয়ট্রেন বন্ধ। অন্যান্য স্টেশনে জয় রাইড চালু রয়েছে। তবে আশার খবর, শুধু শুক্রবারের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকে আবার চালু হবে বলে জানিয়েছেন। 

Comments are closed.