১ সেপ্টেম্বর মিছিলের জেরে কলকাতার রাস্তায় যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ওইদিন কলকাতার মোট ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড, কেকে টেগোর স্ট্রিট, এমজি রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, লেনিন সরণি, মেয়ো রোড, আউট্রাম রোড, আর আর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, নিউ রোড, এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড-পূর্বতে।
উল্লেখ্য, কয়েকমাস আগেই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এই আন্তর্জাতিক স্বীকৃতকে সর্বসমক্ষে তুলে ধরতে এবং ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী ১ সেপ্টেম্বর বিশাল মিছিলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শহরের রাস্তায় হবে পদযাত্রা। ফলে স্বাভাবিকভাবেই যানজটের আশঙ্কা থাকছে। ওইদিন দুপুর দুটোয় মিছিল শুরু হবে। জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হয়ে যাবে রানি রাসমণি রোড পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি শহরের পুজো কমিটির সদসদ্যরাও সেই মিছিলে হাঁটবেন। সরকারি কর্মচারী, স্কুল পড়ুয়া এবং পুজো কমিটির সদস্যরাও থাকবেন মিছিলে। সর্বোপরি ওইদিনের মিছিলে উপস্থিত থাকবেন খোদ মমতা ব্যানার্জি। মিছিলের দিন শহরে মালবাহী গাড়ি আসবে না। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মালগাড়ি আসবে না শহরে। এছাড়া, মিছিলের দুদিন আগে এবং দুদিন পর রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
Comments are closed.