দুর্গার হাতে বাংলার ১০ প্রকল্পের প্রতীক, মমতার আদলে প্রতিমা, এই পুজোর থিম ‘তুমিই ভরসা’

পুজোর থিমে ‘খেলা হবে’ র পর এবার দুর্গা প্রতিমা করা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদলে। কলকাতার উত্তরে বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির এই বছরের থিম ‘তুমিই ভরসা’।

থিমের মাধ্যমে তুলে ধরা হবে মমতা ব্যানার্জির বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা। প্রতিমা গড়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদলে আর মন্ডপ গড়ে তোলা হবে লক্ষ্মীর ভান্ডারের আদলে। প্রতিমার চালচিত্র হবে বিশ্ব বাংলা লোগোর আদলে।

জানা গেছে, মূর্তিটি হবে ফাইবার গ্লাসের। প্রতিমার পরনে থাকবে নীল পাড় সাদা শাড়ি এবং পায়ে থাকবে হাওয়াই চপ্পল। মূর্তির দশটি হাত থাকবে। কিন্তু হাতে অস্ত্রের বদলে থাকবে তৃণমূল সরকারের ১০টি জনকল্যাণ প্রকল্পের প্রতীক।

পুজো উদ্যোক্তাদের মতে, বিগত ১০ বছরে বাংলায় মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এবারের পুজো থিম সাজিয়ে তোলা হয়েছে।

কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো। কলকাতায় এবার দুর্গাপুজোয় খেলা হবে স্লোগানেও থিম সাজানো হচ্ছে। ভবানীপুর দুর্গোৎসব সমিতি এবার পুজোর থিমে তুলে ধরেছে খেলা হবে। তৃণমূল কংগ্রেসের এই স্লোগান অত্যন্ত জনপ্রিয়। তাই এই থিমে এবারের পুজোর জনপ্রিয়তাও আরও বাড়ানোর জন্য নয়া উদ্যোগ বলে জানিয়েছেন ভবানীপুর দুর্গোৎসব সমিতি পুজো কমিটি।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমুল কংগ্রেস। তাই এবারের পুজোর মধ্যেও ফুটিয়ে তোলা হচ্ছে তৃণমূলের এই সাফল্য।

Comments are closed.