চার্চিল ম্যাচ খেলতে আজ গোয়ার পথে ইস্টবেঙ্গল

আই লিগের অন্যতম কঠিন ম্যাচ খেলতে শুক্রবার গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ অন্যতম কঠিন দল চার্চিল ব্রাদার্স (East Bengal Vs Churchil Bros.)। চার্চিলেই রয়েছেন গোলমেশিন উইলিস প্লাজা। গোলের মধ্যেই রয়েছেন ত্রিনিদাদের স্ট্রাইকার। বিষয়টা চিন্তায় রাখছে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনিনডেজকে। তাঁর চিন্তা আরও বাড়িয়েছে, দলের একের পর এক ফুটবলারের চোট এবং অসুস্থতা। চোটের আওতায় আছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা। চিকেন পক্সে ভুগছেন পিন্টু মাহাতো। বুধবার বছরের প্রথম দিনেই নতুন করে চোট পেয়েছেন সামাদ আলি মল্লিক। এই তিনজনকে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে পাওয়া যাবে না।

তবু এই নিয়ে বাড়তি চিন্তা করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। তিনি বলছেন, ‘আমরা শুধুমাত্র ১১ জনকে নিয়ে ভাবি না। গোটা দলে আরো অনেক ফুটবলার আছে। তাঁরা যে কোনও মুহূর্তে প্রথম একাদশে আসতে পারে। আর চোট, অসুস্থতা এগুলো তো খেলার অঙ্গ।’

শুক্রবার অনুশীলন সেরে গোয়ার বিমান ধরবে ইস্টবেঙ্গল (East Bengal Vs Churchil Bros.)। চার্চিল ব্রাদার্স যে কঠিন প্রতিপক্ষ তা মেনে নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘প্লাজাকে নিয়ে আমার বাড়তি কোনও পরিকল্পনা নেই। ওদের গোটা দল যথেষ্ট ভালো। ওরা গোল করলে যে তার জন্য আমাদের বেশি গোল করতে হবে, এই একটা বিষয় আপাতত মাথায় রাখছি।’

Comments are closed.