তদন্তে অসহযোগিতার অভিযোগ, মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ED

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। অবশেষে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। মানিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষক নিয়োগের ভুয়ো তালিকা দিয়েছিলেন। সেই সঙ্গে তদন্তেও অসহযোগিতা করছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবারই ধৃতকে আদলতে পেস করে ইডি নিজেদের হেফাজতে চাইবে। 

এর আগেও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার পলাশী পাড়ার তৃণমূল বিধায়ককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি প্রত্যেকবারই এড়িয়ে যান। পরে মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি হয়। যা নিয়ে সেই সময় রীতিমতো টানটান নাটকের পরিস্থিতি তৈরি হয়। মাঝে সুপ্রিমকোর্ট থেকে রক্ষা কবচও পেয়েছিলেন তিনি। দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে ইডির জালে মানিক ভট্টাচার্য। 

Comments are closed.