রোজভ্যালির ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই

রোজভ্যালি গ্রুপ অব কোম্পানিজের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, রোজভ্যালি অল্প সময়ের মধ্যে লগ্নিকারীদের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছিল। তাই রোজভ্যালির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

প্রথমে রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। ইডি এবং সিবিআই, দুই সংস্থাই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরপর রোজভ্যালি মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের মার্চ পর্যন্ত প্রায় ১,৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

এছাড়াও ইডির কর্তারা পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, অসম, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে রোজভ্যালির নামে একাধিক সম্পত্তির সন্ধান পান বলে সূত্রের খবর।

সম্প্রতি রোজ ভ্যালির মালিক গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই। গৌতম কুণ্ডুকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। ২০১৫ সাল থেকে তিনি জেলে।

কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, গ্রেফতার হওয়ার পর জেল থেকে যাঁদের সঙ্গে নিয়মিত কথা বলতেন গৌতম, তাঁদের মধ্যে অন্যতম শুভ্রা। গোয়েন্দাদের সন্দেহ, গৌতমের নির্দেশেই কাউকে কিছু না-জানিয়ে বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলেন শুভ্রা। বিদেশেও টাকা সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের।

Comments are closed.