‘আত্মহত্যার চেষ্টা’র ঘটনায় আন্দোলনকারীদের তোপ দেগে ফেসবুক পোস্ট ব্রাত্য বসুর, জানালেন শিক্ষক-শিক্ষিকাদের জন্য কী করছে রাজ্য

মঙ্গলবার বিকাসভবনে আন্দোলনকারী চার শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার এ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মমতা জমানায় শিক্ষক, শিক্ষিকাদের কী কী সুবিধে দেওয়া হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে বিক্ষোভকারীদের তোপ দেগেছেন তিনি। বলেন, এর পরেও যাঁরা আন্দোলন করছেন তাঁরা শিক্ষক-শিক্ষিকা নন, বিজেপির ক্যাডার।

বুধবার ব্রাত্য বসু তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে থাকা SSK অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এবং MSK অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নাম মাত্র সন্মানিকের বিনিময়ে কাজ করানো হত। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্মরত সহায়ক-সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে ১০৩৪০ টাকা করেছেন, এবং সম্প্রসারক-সম্প্রসারিকাদের বেতন বাড়িয়ে ১৩,৩৯০ টাকা করেছেন। এছাড়াও বছরে ৩% ইনক্রিমেন্ট এবং অবসরের পর এককালীন ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। তারপরেই শিক্ষামন্ত্রীর তোপ, এরপরেও যাঁরা আন্দোলন করছেন তাঁরা শিক্ষক-শিক্ষিকা নন, বিজেপির ক্যাডার।

ব্রাত্য বসুর পাশাপাশি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও এদিন দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই শিক্ষিকাদের এই আন্দোলন।

কুণাল এদিন একটি মহিলার দুটি ছবি ট্যুইট করে লেখেন, যিনি মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা করেন, তিনিই বিকাস ভবনের দৃশ্যে। এসব সত্যি হল গোটাটাই চক্রান্ত।

Comments are closed.