রাজ্যপালের জায়গায় আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা, জানালেন শিক্ষামন্ত্রী 

রাজ্যের সঙ্গে রাজ্যালের সংঘাত কার্যত রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার শিক্ষামন্ত্রীর একটি ঘোষণায় সেই সংঘাতই নতুন মোড় নিতে চলেছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদ থেকে রাজ্যপালকে সারিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য ওই পদে মুখ্যমন্ত্রীকে আনা হতে পারে। 

এদিন শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, দিনের পর দিন রাজ্যপাল অসহযোগিতা করে যাচ্ছেন। ফাইল ফেলে রাখছেন সই করছেন না। তারপরেই ব্রাত্য বসু বলেন, কেরলের মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন। আমরাও সেই পথে হাঁটতে বাধ্য হব। এই বিষয় নিয়ে আইনজীবীদের কাছে পরামর্শ নেওয়া হচ্ছে অন্তর্বর্তী সময়ের জন্য ওই পদে মুখ্যমন্ত্রীকে আনা যায় কিনা। 

উল্লেখ্য রাজ্যপাল একাধিক ট্যুইটে দাবি করতে থাকেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের ডাকলেও তাঁরা রাজভবনে আসছেন না। তাঁর অভিযোগ, রাজ্যের শাসকদের ইশারাতেই উপাচার্যরা তাঁকে এড়িয়ে চলছেন। এদিন রাজ্যপালের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, শিক্ষামন্ত্রী পাল্টা রাজ্যপালকে পদ থেকে সরানোর কথা বলেন।  

Comments are closed.