মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ইন্টারনেটের মাধ্যমেই এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। যদিও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা স্বীকার করেনি মধ্যশিক্ষা পর্ষদ। সেটি এই বছরের প্রশ্ন নয় বলেই জানিয়েছে মধ্যশিক্ষা দফতর। কিন্তু অভিযোগ উঠে এসেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বছরের প্রশ্নপত্র।
সোমবার থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার জন্য ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় পরীক্ষা চলাকালীন ৪ ঘন্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরমধ্যেও কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশ্নপত্রের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন। তবে এটিই এবছরের মাধ্যমিকের প্রশ্ন পত্র কিনা, সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে।
Comments are closed.