বেতন বাকি থাকলেও ঢুকতে দিতে হবে স্কুলে, নির্দেশ হাইকোর্টের

জিডি বিড়লা স্কুলের নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, বেতন বাকি থাকলে সেই বিষয়টি দেখবেন যুগ্ম আধিকারিক, কিন্তু সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে। গত ৯ এপ্রিল একটি নোটিশ দেয় জিডি বিড়লা স্কুল। সেখানে লেখা ছিল, বেতন বকেয়া থাকলে ক্লাস করতে দেওয়া যাবে না। সেই নোটিশ খারিজ করে দিল হাইকোর্ট।

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। বেতন বাকি থাকলে স্কুলে ক্লাস করতে দেওয়া যাবে না, এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, গত ৯ এপ্রিল যে নোটিশ দিয়েছিল স্কুল, তা প্রত্যাহার করে নিতে হবে।

Comments are closed.