পুলিশের বাইকে বসে ফেসবুকে ছবি, নজরে জাল কলকাতা পুলিশের লেডি ট্রাফিক সার্জেন্ট

এবার পুলিশের জালে ভুয়ো কলকাতা পুলিশের মহিলা ট্রাফিক সার্জেন্ট। নিজেকে পুলিশ কমিশনারের মেয়ে বলে পরিচয় দিত ওই তরুণী। এছাড়াও সে নিজেকে ট্রাফিক পুলিশ অফিসার বলেও দাবি করত। অভিযুক্ত তরুণী সুলগ্না ঘোষের বাড়ি যাদবপুরে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে ওই তরুণী।

লালবাজারের সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের হয়েছে সুলগ্না ঘোষের বিরুদ্ধে। তার সোশ্যাল মিডিয়ায় পুলিশের উর্দি পরা ছবি ভর্তি। তার দাবি ছিল পরিবারে অনেকে নাকি পুলিশের চাকরি করেন। কালো গেঞ্জি পরে পুলিশের বাইকে বসে তোলা ছবিও রয়েছে তার ফেসবুকে।

nbsp;

পুলিশের পোশাক ভাড়া নিয়ে সে পড়ত বলে দাবি করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, কলকাতা পুলিশের কোনও মহিলা সার্জেন্ট নেই, তাই তাকে ধরতে সহজ হয়েছে।

দেবাঞ্জন কাণ্ডের পর ধরা পড়ছে একের পর এক ভুয়ো অফিসার। কলকাতা ছাড়াও অন্য জেলাগুলিতেও পুলিশের জালে জড়িয়েছে জাল অফিসার। কেউ নিজেকে দাবি করেছেন মানবাধিকার কমিশনের সদস্য আবার কেউ দাবি করেছেন নিজে সিবিআইয় অফিসার। দেবাঞ্জন কাণ্ডের পর ভুয়ো অফিসার রুখতে তৎপর কলকাতা পুলিশ।

Comments are closed.