বজ্রাঘাতে ৩ রাজ্যে মৃত ৬৮ জন, আর্থিক সাহায্য ঘোষণা প্ৰধানমন্ত্রীর  

রবিবার বজ্রাঘাতে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে প্রাণ হারিয়েছেন মোট ৬৮ জন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্র।

এই তিনরাজ্যে বজ্রপাতে প্রায় ১৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রাজস্থানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তরপ্রদেশে ৪১ জনের এবং মধ্যপ্রদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজস্থানে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে সেই রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। ঘটনায় তিন রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া।

শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি লিখেছেন, রাজস্থানের কয়েকটি এলাকায় বজ্রাঘাতে বহু নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, বজ্রপাতে মৃতদের পরিবারকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

Comments are closed.