জমায়েত এড়াতে বড় সিদ্ধান্ত, বাকি দুই কেন্দ্রে প্রচারে যাচ্ছেন না মমতা 

বাকি দুই কেন্দ্রে ভোট প্রচারে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে ভোট গ্রহণ ৩০ সেপ্টেম্বর। আগামী ২২ এবং ২৩ সেপ্টেম্বর ওই দুই কেন্দ্রে প্রচারে যাওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির। জানা গিয়েছে, তিনি নির্বাচনের প্রচারে যাবেন না। 

মুর্শিবাদ জেলা তৃণমূল সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে জমায়েত এড়াতেই মুখ্যমন্ত্রী প্রচারে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের তরফেও বেশি জমায়েতে নিষেজ্ঞা জারি করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী প্রচারে গেলে তাঁর সভা ঘিরে ব্যাপক জমায়েত হবে। সেক্ষত্রে দুরুত্ব বিধি নিয়ন্ত্রন করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। সব মিলিয়েই মুর্শিবাদের দুই কেন্দ্রে প্রচারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও রাজ্য তৃণমূলের তরফে এই বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। 

উল্লেখ্য প্রার্থীদের মৃত্যুর কারণেই জঙ্গিপুর এবং সামসেরগঞ্জ-এ ভোট হয়নি। বর্তমানে জঙ্গিপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন রাজ্যের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। সামসেরগঞ্জ-এ ঘাসফুল টিকিটে লড়ছেন আমিরুল ইসলাম।  

Comments are closed.