সাগরমেলায় ৬০-৭০ লক্ষ পুণ্যার্থীর জমায়েত! ভিড় সামলাতে GPS ট্র্যাকার ব্যবহার প্রশাসনের 

কোভিড পরবর্তী সময়ে পুর দমে হচ্ছে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই বাবু ঘাট সহ অন্যান্য জায়গায় পুণ্যার্থীরা জমায়েত করতে শুরু করেছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রওনা দিয়েছেন গঙ্গাসাগরে। চলতি বছরে কুম্ভমেলা না থাকায় এবারের সাগরমেলায় ব্যাপক জমায়েতের সম্ভবনা রয়েছে। মনে করা হচ্ছে সাংখ্যাটা গিয়ে ৬০ থেকে ৭০ লাখে ঠেকতে পারে । এই পরিস্থিতিতে ভিড় সামাল দিতে প্রযুক্তির সাহায্য নিতে চলেছে প্রশাসন। 

ভিড় সামাল দিতে এক অভিনব পদক্ষেপের কথা জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভিড় ম্যানেজমেন্টে জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হবে। মেলায় কত পুণ্যার্থী কোনও পথে আসছে, তার বিস্তারিত খোঁজ রাখতে মেলায় আগত সব গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো হবে বলে জানা যাচ্ছে। এর ফলে ভিড় নিয়ন্ত্রণে তো সুবিধা হবেই, সেই সঙ্গে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতিও সামাল দেওয়া যাবে বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছে। 

কপিল মুনির আশ্রমের এক মহন্থ জানান, এবারে মেলায় ৬০-৭০লক্ষ তীর্থযাত্রী আসতে পারেন। এই বিরাট ভিড় সামাল দিতে পিলগ্রিম ম্যানেজমেন্ট সিস্টেম কাজে লাগানোর কথা জানিয়েছে প্রশাসন। বাবুঘট সহ অন্যান্য জায়গা থেকে মেলায় যে সরকারি,বেসরকারি গাড়িগুলো আসছে তার প্রত্যেকটিতেই ট্রাকার লাগানো থাকবে বলে প্রশাসন জানিয়েছে। 

Comments are closed.