প্রায়ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি, কলকাতা মেডিক্যাল কলেজ করা হবে দেহদান 

১৯৯১-২০১১ পর্যন্ত বিধায়ক ছিলেন। রাজ্য মন্ত্রী সভারও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ৬৭ বছর বয়সে প্রায়ত হলেন সিপিএম নেতা মানব মুখার্জি। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১.১০ নাগাদ হৃদরোগে আক্রন্ত হন। এরপর ১১.৪৫ নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রয়াত হন তিনি। 

সিপিএমের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মানব মুখার্জির দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে। এরপর বুধবার সকাল ১০টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বেলেঘাটায়। এই বেলেঘাটা কেন্দ্রতেই দীর্ঘ ২০ বছর ধরে বিধায়ক ছিলেন মানব। এরপর রাজ্য দফতর হয়ে ১১.৩০ নাগাদ মিছিল করে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁর দেহ দান করা হবে। 

১৯৯১ সালে বেলেঘাটা কেন্দ্রে প্রথম ভোটে লড়েন। প্রথবারেই জয়ী হন। এরপর ২০১১ পর্যন্ত বেলাঘাটা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তবে ২০১১ সালে ওই কেন্দ্র থেকে তিনি আর প্রার্থী হননি। দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বও সামলেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য-এর মন্ত্রিসভায় প্রথমবার তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন। পরে পর্যটন মন্ত্রী হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সুবক্তা এবং দক্ষ সংগঠক হিসাবে পরিচিত ছিলেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

 

Comments are closed.