রক্তদান করলে মিলছে ভ্যাকসিন। শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়েছে কলকাতার কিছু হাসপাতালে। কোভিড অতিমারিকালে রক্তের সঙ্কট মেটাতে রাজ্যের হাসপাতালগুলি এবং ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের অভিনব উদ্যোগ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যাঙ্গালোরের বিটেক ফাইনাল ইয়ারের ছাত্র অনুজ বানকা। কোভিডের কারণে তিনি এখন কলকাতাতেই আছেন। জানিয়েছেন, প্রোজেক্ট লাইফ ফোর্স অথবা (PLF) এর উদ্যেগে রক্তদান করার পরেই তিনি প্ৰথম ডোজ ভ্যাকসিন পান।
তাঁর মতে, কয়েকজন মুমূর্ষ রোগীর সেবা করার পর ভ্যাকসিন পাওয়া, অন্যরকম অনুভূতি।
প্রজেক্ট লাইফ ফোর্স অথবা (PLF) আর টাটা মেডিক্যাল সেন্টারের যৌথ উদ্যোগে টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালে তিনি রক্তদান করেন।
ঢাকুরিয়া আমরি হসপিটালের ব্লাড ব্যাঙ্কের এক কর্তা জানিয়েছেন, রক্ত সংকট মেটাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ রক্তদান করেই ভ্যাকসিন পেতে পারেন বলে জানিয়েছেন, আমরি হাসপাতালের গ্রুপ সিইও রূপক বরুয়া।
এইভাবে অনেকেই রক্তদানের মাধ্যমেই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। আপনি দেরি করছেন কেন?
Comments are closed.