ফের ত্রিপুরায় হামলার মুখে ঘাসফুল শিবির। ত্রিপুরায় যুব তৃণমূল নেতা তথা TMC- র স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য শান্তুনু সাহার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। দশমীর রাতে একদল দুষ্কৃতী হঠাৎ চড়াও হয় শান্তনুর উপর। তাঁকে বেধড়ক মারধর করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই হামলা করিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার রাতে ঠাকুর বিসর্জনের সময় নিজের বাড়ির সামনেই বসেছিলেন শান্তনু। প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে শোভাযাত্রা চলাকালীন কয়েকজন দুষ্কৃতী আচমকা এসে যুব নেতার উপর চড়াও হন। মারধরের জেরে শরীর একাধিক জায়গায় চোট পান তিনি। তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা বিজেপির লোক।
ত্রিপুরায় তৃণমূল নেতা আশিষলাল সিংহের অভিযোগ, রাজ্যে ঘাসফুল শিবিরের গ্রহণযোগ্যতা বাড়ছে। যা দেখে ভয় পেয়ে হামলা চালিয়েছে শাসকদল বিজেপি। এই ঘটনায় প্রতিবাদে শনিবার আগরতলায় থানা ঘেরাও এর কর্মসূচি নেয় তৃণমূল।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ত্রিপুরায় তৃণমূল নেতৃত্ব আক্রান্ত হন। প্রথম ত্রিপুরা সফরে গিয়েই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলার ভিডিও নিজেই ট্যুইট করেন অভিষেক। এরপরে দেবাংশু, সুদীপরাও ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হন।
Comments are closed.