মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল, চিঠি ট্যুইট নিয়ে ধনখড়কে তোপ তৃণমূলের

সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ জানিয়ে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার ট্যুইটার সেই চিঠির ছবিও পোস্ট করেছেন তিনি। যা নিয়ে ফের একবার তাঁকে কটাক্ষ করেছেন  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

রাজ্যপাল চিঠিতে দাবি করেছেন, সম্প্রতি রাজ্যে বেশ কিছু উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের কাছে বেশ কিছু তথ্য চেয়েও পায়নি। রাজ্যপালের অভিযোগ, এই সব তথ্য না পেলে রাজ্যে অচল অবস্থা তৈরি হতে পারে। চিঠিতে তিনি লিখেছেন, আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতির সমাধান হতে পারে। চলতি সপ্তাহের যে কোনও দিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ করেছেন রাজ্যপাল। 

বুধবারই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ১০ মার্চের পর  অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে একজোট হয়ে বৈঠক বসছেন। আর এদিনই রাজ্যপালের চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। 

যদিও রাজ্যপালের এই চিঠি প্রকাশ্যে আনা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকে পাঠাতে পারেন। কিন্তু সেই চিঠি প্রকাশ্যে অনাটা অসভ্যতা। 

সব মিলিয়ে রাজ্য বনাম রাজ্যপাল ইস্যুতে জগদীপ ধনখড়ের এই চিঠি নিয়ে রাজ্য রাজনীতিতে ফের নানান জল্পনা দানা বেঁধেছে। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন কিনা এখন সেটাই দেখার বিষয়। 

Comments are closed.