বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল; মন্ত্রীসভার সুপারিশ মেনেই সিদ্ধান্ত, দাবি তৃণমূলের 

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন স্থগিতের নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার ট্যুইট করে সিদ্ধান্তের কথা জানান তিনি। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল আলোড়ন শুরু হয়েছে। আর এর মধ্যেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্য মন্ত্রীসভার সুপারিশ মেনেই রাজ্যপাল এই কাজ করেছেন। যদিও ট্যুইটে তা জানানো নিয়ে রাজ্যপালকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল। 

শনিবার বেলা ১২.২০ নাগাদ রাজ্যপাল একটি ট্যুইট করে জানান, সংবিধানের ১৭৪ নম্বর ধারায় উল্লেখিত ক্ষমতা মেনে বিধানসভার অধিবেশন স্থগিত করলাম। ১২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হবে। 

মার্চ মাসেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে শুরু হওয়ার কথা ছিল। তার আগেই রাজ্যপালের এ ধরণের ট্যুইট নিয়ে নানান জল্পনা শুরু হয়। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছে বলেও রাজনৈতিক মহলের একাংশ দাবি করেন।

যদিও তার কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক করে সমস্ত জল্পনার জল ঢেলে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার কথা হয়েছে। উনি জানিয়েছেন রাজ্যপাল এই সিদ্ধান্ত স্বতঃপ্রণোদিত ভাবে নেননি। মন্ত্রী সভার সুপারিশ মেনেই উনি এই ঘোষণা করেছেন। যদিও ট্যুইট করা নিয়ে জগদীপ ধনখড়কে তীব্র কটাক্ষ করেছেন কুণাল। 

সব মিলিয়ে রাজ্যপালের এদিনের ট্যুইট ঘিরে ফের একবার নবান্ন বনাম রাজভবনের সম্পর্ক নতুন মোড় নিল বলে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। 

Comments are closed.