কসবার পর হাওড়া? দু’মাস আগে টিকা নিলেও আজও আসেনি মেসেজ

কসবার পর হাওড়া। ভ্যাকসিন নেওয়ার পর আসেনি কোনও মেসেজ। আতঙ্কে রয়েছেন প্রায় ১০০ জন ভ্যাকসিন গ্রহীতা।

দুমাস আগে থেকেই হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া ময়দান শাখার অফিসে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বিনামূল্যে দেওয়া হচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। যাঁদের থেকে দ্রূত সংক্রমণ ছড়ায় তাঁদের সঙ্গে কিছু সাধারণ মানুষকেও ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর অনেকের ফোনে কোনও মেসেজ আসেনি। এতদিন তাঁরা চুপ করে থাকলেও টনক নড়ে কসবা কাণ্ডের পর।

তাঁরা যোগাযোগ করে রেডক্রস সোসাইটির সঙ্গে। অভিযোগ কোনও সদুত্তর আসেনি রেডক্রস সোসাইটির তরফে।

অন্যদিকে উল্টো সুর শোনা যায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির হাওড়া শাখার সম্পাদকের গলায়। তিনি বলেন, প্রত্যেকেই সঠিক ভ্যাকসিন পেয়েছেন। প্রতিদিন প্রায় ৫০০ জনের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণে মেসেজ পাঠানো হয়নি। সমস্যার সমাধান করে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Comments are closed.